Suri Bank Scam: অ্য়াকাউন্ট থেকে হয়েছে লক্ষাধিক টাকার লেনদেন, জানেনই না বলে দাবি মমতা মৃধার
হরিপুর গ্রামেরই আরেক বাসিন্দা মমতা মৃধা। তিনি ক্যামেরার সামনেই সই করে দেখান। তবে সিউড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফর্মে যে সই রয়েছে তার সঙ্গে হাতের লেখার কোনও মিলই নেই। মাসে ২ হাজার টাকা উপার্জন করেন তিনি, অথচ তার অ্য়াকাউন্ট থেকে লক্ষাধিক টাকার লেনদেন করা হয়েছে, জানেনই না বলে দাবি ।
Tags :
Bank Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Bengali News Suri Bank Scam Fake Accounts ABP Ananda