Chinsurah: হরিদেবপুরের ছায়া এবার হুগলির চুঁচুড়ায় কিশোরী মেয়ের প্রেমে আপত্তি, প্রেমিককে কুপিয়ে খুন
Continues below advertisement
হরিদেবপুরের ছায়া এবার হুগলির চুঁচুড়ায়। নাবালিকা মেয়ের প্রেমে আপত্তি। প্রেমিককে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ নাবালিকার মা-বাবার বিরুদ্ধে। চুঁচুড়ার ঘটনার ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য। পরে মৃত্যু হয় ওই প্রেমিকের। অভিযুক্ত দম্পতি পলাতক। পুলিশ সূত্রে খবর, বছর সতেরোর নাবালিকার সঙ্গে বছর কুড়ির ওই তরুণের বছর দুয়েক ধরে প্রেমের সম্পর্ক ছিল। বাড়ি থেকে বেশ কয়েকবার পালায় ওই যুগল। শেষবার হোমে ঠাঁই হয় কিশোরীর। প্রেমিককে পাড়ায় ঢুকতে নিষেধ করে প্রেমিকার পরিবার। অভিযোগ, নিষেধ অগ্রাহ্য করে পাড়াতেই আটাকলে কাজ করছিল ওই তরুণ। গতকাল ধারাল অস্ত্র নিয়ে তরুণের ওপর চড়াও হয় প্রেমিকার মা-বাবা। এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় ওই তরুণের।
Continues below advertisement
Tags :
Murder Bangla News Bangla News Live Haridevpur Bengali News ABP Ananda LIVE Kolkata ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Chinsurah