Haridebpur: হরিদেবপুরের হোমে ২ নাবালিকাকে দীর্ঘদিন যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার বেড়ে ৩
হরিদেবপুরের হোমে ২ নাবালিকাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ। যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বেড়ে ৩। হোমের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ছাড়াও গ্রেফতার হোমের প্রাক্তন রাঁধুনি। গত মে মাসে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর বরখাস্ত করা হয় প্রাক্তন রাঁধুনিকে। যদিও পুলিশকে এ বিষযে কিছু জানানো হয়নি বলে অভিযোগ