Haridebpur: হরিদেবপুরে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় সিসিটিভি ক্যামেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য । Bangla News
হরিদেবপুরে অটো থেকে বোমা-অস্ত্র উদ্ধারের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। সিসি ক্যামেরায় দেখা যায়, বোমা, অস্ত্র উদ্ধারের দিনে, ২২ এপ্রিল রাতে দুই ব্যক্তি এসে প্রথমে অটোটিকে পরীক্ষা করে। এরপর এক ব্যক্তি গিয়ে তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তীর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা পুলিশের টহলদারি ভ্যানে খবর দেয়। তার সঙ্গে এসে অটোর মধ্যে বোমা, অস্ত্র দেখে যান টহলদারি ভ্যানের পুলিশ কর্মীরা। ওইদিন কাউকে বিদায় জানাতে এসে গ্যারাজের কাছে অটোর সামনে দাঁড়িয়েছিলেন সাংসদ। সিসি ক্যামেরায় সেই ছবিও ধরা পড়ে। পুলিশ সূত্রে খবর, হরিদেবপুর থানায় খবর যায়, অটোর মধ্যে গাঁজা রাখা আছে। পরে পুলিশ এসে অটো থেকে বোমা, গুলি উদ্ধার করে।
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Haridebpur Guns Bombs Found এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ হরিদেবপুর Haridebpur News Haridebpur Arms Recover Bomb Recovered From Auto এবিপি আনন্দ