Haridevpur Air Hostess Death: অর্থের অভাবে বিমান সেবিকা হতে না পারার ডিপ্রেশন, হরিদেবপুরে ১৭ বছরের কিশোরীর আত্মহত্যা
Continues below advertisement
অর্থের অভাবে বিমান সেবিকা হতে না পারার দুঃখ, সেই থেকেই ডিপ্রেশন, তার জেরে ঘুমের ওষুধ খেয়ে হরিদেবপুরে ১৭ বছরের কিশোরীর আত্মহত্যা। দাবি পরিবারের। মৃতের নাম মামন দাস। মায়ের দাবি, গত রবিবার তাঁকে ভিডিও কল করে ঘুমের ওষুধ খেয়ে প্রথমবার আত্মহত্যার চেষ্টা করে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফেরার পর, শুক্রবার ফের ঘুমের ওষুধ খায় কিশোরী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে হরিদেবপুর থানার পুলিশ।
Continues below advertisement
Tags :
Haridevpur ABPAnanda #ABPAnandaLive Banglanews #ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital এবিপিআনন্দ এবিপিআনন্দলাইভ বাংলাখবর Haridevpur Unusual Death College Girl Death ABPAnandaBengaliNews