Haridevpur: হরিদেবপুরে নেশামুক্তি কেন্দ্রে দুই কর্মীর ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ ।Bangla News
হরিদেবপুরে নেশামুক্তি কেন্দ্রের রান্নাঘরে ঢুকে দুই কর্মীর ওপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল চিকিত্সা করাতে আসা এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযোগ, আজ সকালে চিকিত্সা করাতে আসা ওই ব্যক্তি নেশামুক্তি কেন্দ্রের রান্নাঘরে ঢুকে ছুরি নিয়ে দুই কর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ে। ভিতর থেকে দরজায় তালা দিয়ে দুই যুবতীকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে বলে অভিযোগ। পিছনের দরজা দিয়ে রান্নাঘরে ঢুকে দুই কর্মীকে উদ্ধার করেন নেশামুক্তি কেন্দ্রের অন্য কর্মীরা। দু’ জনকেই এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Haridebpur এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ হরিদেবপুর Rehab Worker Attacked Boarder Attacks Worker In Rehab