Haridevpur death of couple: হরিদেবপুরে আবাসন থেকে যুগলের মৃতদেহ উদ্ধার

হরিদেবপুরে (Haridevpur) আবাসন থেকে এক ব্যক্তি ও তরুণীর মৃতদেহ (Dead body) উদ্ধারের চাঞ্চল্য ছড়াল। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট (Suicide notr)। যেখানে ওই তরুণীকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন ব্যক্তি। প্রাথমিক তদন্তে পুলিশের (Police) অনুমান, সম্পর্কের টানাপোড়েনে এই ঘটনা ঘটে থাকতে পারে। তরুণীকে খুন করে আত্মহত্য়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola