Haridevpur News: হরিদেবপুর নির্যাতনকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস

ABP Ananda LIVE: হরিদেবপুর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস । গতকাল রাতে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গ্রেফতার । গত ৫ সেপ্টেম্বর রিজেন্ট কলোনিতে জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনার পাঁচদিন পর বর্ধমান স্টেশন থেকে চন্দন মালিক নামে ১ অভিযুক্ত গ্রেফতার । ঘটনার পর থেকে পলাতক ছিল মূল অভিযুক্ত দেবাংশু বিশ্বাস এই ঘটনার পর উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে পালায় অভিযুক্ত দেবাংশু । দিল্লির বিভিন্ন মেসে গা ঢাকা দিয়েছিল দেবাংশু । এমনকি মোবাইল ফোনও ব্যবহার করছিল না অভিযুক্ত।

আরও পড়ুন...

পাড় ভেঙে প্লাবিত বাঁকুড়ার রাইপুরের একাধিক গ্রাম

কংসাবতী সেচ খালের পাড় ভেঙে প্লাবিত বাঁকুড়ার রাইপুরের একাধিক গ্রাম। জলের তলায় কয়েকশো বিঘে জমির ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু কাঁচা বাড়িও। স্থানীয়সূত্রে খবর, মুকুটমণিপুর থেকে জল ছাড়ায় আচমকাই এদিন ভেঙে পড়ে কংসাবতী সেচের পাড়। হু হু করে জল ঢুকে পড়ে গ্রামে। ঘটনাস্থলে পৌঁছেছে সেচ দফতর ও ব্লক প্রশাসনের আধিকারিকরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola