Haroa: হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, গুলি, মৃত ২
শহিদ দিবসে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাড়োয়ায় (Haroa) তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি। ঝড়ল রক্ত। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর। জখম হয়েছেন আরও কয়েকজন। ধস্তাধস্তির মাঝে পড়ে মৃত্যু হয় বৃদ্ধার। স্থানীয় সূত্রে খবর, এলাকার দখল নিয়ে তৃণমূলের মোহনপুর অঞ্চলের সভাপতি যজ্ঞেশ্বর প্রামাণিকের সঙ্গে যুব তৃণমূল নেতা তাপস রায়ের দীর্ঘদিনের বিবাদ। বুধবার শহিদ দিবস উপলক্ষে জায়েন্ট স্ক্রিন লাগান যুব তৃণমূল নেতা। অভিযোগ, ভার্চুয়াল সভা থেকে ফেরার পথে যুব তৃণমূল নেতার সমর্থকদের উপর হামলা চালানো হয়। আক্রান্ত তৃণমূল কর্মীদের দাবি, দলের অঞ্চল সভাপতির অনুগামী বুথ সভাপতির বাড়ি থেকে গুলি চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাঁদের হাড়োয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের দাবি, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধারও। আহতদের কয়েকজনকে ভর্তি করা হয়েছে আরজিকর মেডিক্যাল হাসপাতালে।