CM Mamata Banerjee: কলকাতা থেকে জেলা, চলছে হকার উচ্ছেদ অভিযান। ABP Ananda Live

Kolkata News: এবার কলকাতার বুকে চলল বুলডোজার! জবরদখল মুক্ত করতে বেহালায় নামল বুলডোজার। বেহালায় জবরদখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজও কলকাতায় জবরদখল মুক্তি অভিযান। আলিপুর চিড়িয়াখানার সামনেও নাম বুলডোজার জবরদখল মুক্তি অভিযানে পুলিশ ও পুরসভা। একই ছবি ধরা পড়ল নিউটাউনেও। যদুবাবু বাজারে চলছে ফুটপাথ দখলমুক্ত করার অভিযান। গতকাল ভবানীপুর থানার পুলিশ আধিকারিকরা এসেছিলেন আজ কলকাতার পুরসভার (kolkata municipality)আধিকারিকরা রয়েছন এবং তাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। তিনি সরাসরি হকারদের সঙ্গে দোকানদারদের সঙ্গে  কথা বলছেন। চলার পথ ছেড়ে কতটা জায়গাতে তারা জিনিসপত্র রাখতে পারবে সেই নিয়ে কথা বললেন তৃণমূল কাউন্সিলর( TMC Councellor)। ABP Ananda Live 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola