Book Release: জীবনের আলেখ্য়, প্রকাশিত হল এবিপি-র প্রাক্তন সিইও-র স্মৃতিকথা 'হেডলাইন'
Continues below advertisement
প্রকাশিত হল এবিপি-র নন এক্সিকিউটিভ ডিরেক্টর ডি ডি পুরকায়স্থর কলমে লেখা, তাঁর জীবনের আলেখ্য়। নাম হেডলাইন, এক মিডিয়া সিইও-র স্মৃতিকথা। ১৪ বছর এবিপি-র ম্য়ানেজিং ডিরেক্টর এবং সিইও পদে ছিলেন ডি ডি পুরকায়স্থ। বর্তমানে তিনি এই সংস্থার নন এক্সিকিউটিভ ডিরেক্টর। বেঙ্গল ক্লাবে তাঁর বই প্রকাশ অনুষ্ঠানে আলাপচারিতায় অংশ নেন লেখক।
Continues below advertisement