Headlines : গ্রেফতার উপেন বিশ্বাস বর্ণিত 'সৎ রঞ্জন', আরও খবর
আসানসোলে হাড়হিম করা শ্যুটআউট। পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে মালিককে পরপর গুলি করে খুন! ২ দুষ্কৃতীর খোঁজে তল্লাশি!
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে বাগদার চন্দন ওরফে রঞ্জন। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজত।
ভাগের টাকা কোথায় পৌঁছেছে খুঁজে দেখুক, আক্রমণে বাম। দুর্নীতির সঙ্গে কোনও আপোস নয়, পাল্টা তৃণমূল।
নিয়োগ দুর্নীতিতে চন্দন-চর্চা
অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। গ্রেফতার উপেন বিশ্বাস বর্ণিত 'সৎ রঞ্জন'। সিবিআইয়ের হাতে পাকড়াও আরও ৫ এজেন্ট।
নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জেলেই কুন্তল। যুব তৃণমূল নেতাকে ৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। সিবিআইয়ের মামলায় সোমবার কোর্টে পেশ।
কুন্তলের দু'টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি জমা। ট্রান্সফার ৫০টি অ্যাকাউন্টে! চাঞ্চল্যকর দাবি ইডির।