Headlines 8 August : অস্ত্রাগার পাহারা ডিউটিতে খুশি ছিলেন না ধৃত অক্ষয়? আরও খবর

Continues below advertisement

১। গরুপাচারকাণ্ডে আজ সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছেন না অনুব্রত। ইমেল সিবিআইকে, সূত্রের খবর। দুপুরে শারীরিক পরীক্ষার জন্য এসএসকেএমে মেডিক্যাল বোর্ড।

২। দিল্লিতে সপ্তম নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী। তৃতীয় বার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। জাতীয় শিক্ষা নীতি, মূল্যবৃদ্ধি, রাজ্যের বকেয়া সরব মমতা। সেটিং-তত্ত্ব বিরোধীদের। খারিজ তৃণমূলের।

৩। বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন নীতীশ? প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেন না বিহারের মুখ্যমন্ত্রী। বৈঠক বয়কট তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরেরও।

৪। ঝাড়খণ্ড-কাণ্ডে তদন্তে গিয়ে অসমে ফের বাধার মুখে সিআইডি। ব্যবসায়ীর বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় অসম পুলিশ। 

৫। ঝাড়খণ্ডের বিধায়কদের টাকা দেওয়ার ব্যবস্থা করেছিলেন গুয়াহাটির ব্যবসায়ী অশোক ধানুকা। বাড়িতে ঢুকতে না পেরে থানায় নোটিস। আজ ভবনী ভবনে তলব।

৬। জাদুঘরে ১৫ রাউন্ডের মধ্যে রঞ্জিতকুমার সারেঙ্গিকেই তিনটি গুলি করেছিল ধৃত সিআইএসএফ জওয়ান অক্ষয়কুমার। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ।

৬। অস্ত্রাগার পাহারা ডিউটিতে খুশি ছিলেন না ধৃত অক্ষয়। সহকর্মীদের টিপ্পনিতে হারাতেন মেজাজ, ভুগতেন মানসিক অশান্তিতে। পুলিশ সূত্রে খবর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram