Headlines: ফের সিবিআই হেফাজতে অনুব্রত, সিবিআই নজরে ঘনিষ্ঠদের সম্পত্তি। Bangla News

Continues below advertisement


খারিজ জামিনের আবেদন। ফের সিবিআই (CBI) হেফাজতে অনুব্রত। তদন্তে সহযোগিতা করছেন, দাবি নেতার। আদালতে অসহযোগিতার অভিযোগ সিবিআই-এর।

বেনামি সম্পত্তি নেই, দাবি অনুব্রতর। সিবিআই নজরে নেতার পরিবার-ঘনিষ্ঠদের সম্পত্তি। গয়েশপুরে ২৮টি জমি, বীরভূম-পুরুলিয়াতেও একাধিক চালকলের অংশীদার সুকন্যা। দাবি সিবিআই সূত্রে।

অনুব্রতর (Anubrata Mondal) রাইস মিল থেকে রেশনের চাল যেত খাদ্য দফতরে। কেনা হয়েছিল দেড় কোটির ডাম্পার। ভোলে ব্যোম রাইস মিলে তল্লাশি চালিয়ে মিলেছে তথ্য, দাবি সূত্রের।

চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে পাচারের টাকা সাদা, অভিযোগ বিজেপি নেতা তরুণজ্যোতির। অভিযোগ অস্বীকার ট্রাস্টগুলির কর্ণধারের। বিবৃতি না দিয়ে প্রমাণ দিন, পাল্টা সৌগত।

ব্যর্থতা ঢাকতে দায় চাপানোর চেষ্টা কেন্দ্রের।  গরুপাচার নিয়ে বিস্ফোরক রবীন্দ্রনাথ ঘোষ।যে রাজ্য থেকে গরু আসছে, সেখানে তদন্ত নয় কেন? প্রশ্ন ফিরহাদের। গরু সীমান্তে পৌঁছয় কী করে, পাল্টা বিজেপি।

মহম্মদবাজারের তৃণমূল ব্লক সভাপতির কাছ থেকে নেওয়া ঘুষের গাড়ি চাপেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি। অভিযোগ ঘিরে বীরভূমে তোলপাড়। গাড়ি তো তাঁর কেনা, দাবি ধ্রুব সাহার।

পঞ্চায়েতে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। গ্রামোন্নয়ন প্রকল্পে টাকার গরমিল ধরা পড়লেই এফআইআর, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি নিয়ে রাজ্যকে কড়া অ্যাডভাইসরির পর নির্দেশিকা নবান্নের।

দুর্নীতির আখড়ায় পরিণত পঞ্চায়েত, প্রতিক্রিয়া দিলীপের। মুখ বাঁচাতে এসব বলছেন, মন্তব্য সুজনের। স্বচ্ছতার কথা একমাত্র বলে তৃণমূল, দাবি শান্তনু সেনের।

আদিবাসীদের করম উত্সবের কারণে ৭ সেপ্টেম্বর বিজেপির ডাকা নবান্ন অভিযানের দিন পরিবর্তনের সম্ভাবনা। রবিবার চূড়ান্ত সিদ্ধান্ত? সেটিং খোঁচা বামেদের। সময়ে মাঠে দেখা যাবে, পাল্টা বিজেপি।

ভাল থাকার চেষ্টা করছি। দলের সঙ্গেই আছি, বার্তা পার্থর। দল যা বলার বলেছে, ওটা ওঁর ব্যক্তিগত মত, মন্তব্য শান্তনু সেনের। পার্থর সঙ্গে আছে ইডি-সিবিআই, খোঁচা দিলীপের।

হাওড়ার পর জলপাইগুড়ির রাজগঞ্জ। বিহারের নম্বর লেখা গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা।  আর্মি স্টিকার লাগানো ২টি গাড়িই বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক ৭।

মহম্মদ আলি পার্কের পুজোর প্যান্ডেল তৈরির কাজ বন্ধ রাখতে নোটিস পুরসভার। পার্কের জলাধার বহু পুরনো, জরাজীর্ণ। দুর্ঘটনার আশঙ্কা থেকে নির্দেশ পুরসভার ডিজি ওয়াটার সাপ্লাইয়ের।

 

 

>>>>>>

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram