Morning Headlines: বাড়ছে অ্যাডিনো-আতঙ্ক! শীঘ্রই প্রকাশ্যে হৈমন্তী! Bangla News

অ্যাডিনো (Adenovirus) আক্রান্ত হয়ে বিসি রায় হাসপাতালে এবার অশোকনগরের শিশুর মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ। বাড়ছে অ্য়াডিনো-আতঙ্ক। আইসিইউয়ের জন্য হাহাকার। একই বেডে ভর্তি একাধিক। জেলা থেকে দেদার রেফারে বেড সঙ্কট? বিসি রায়ে বিজেপির প্রতিনিধি দল।

শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে (Government Hospital) ২৪ ঘণ্টার ক্লিনিক। সুপারের অনুমতি ছাড়া রেফার নয়, অ্যাডভাইসরি স্বাস্থ্য দফতরের। ৫ হাসপাতালে শিশু চিকিৎসার হাব।

তীব্র সমালোচনার মুখেও রাজ্যপাল নিয়ে আরও আক্রমণে মদন (Madan Mitra)। 'রাজ্যপালের নামে মারীচ কাউকে বিজেপি পাঠিয়েছে কি না, মানুষ দেখবে', মন্তব্য মদনের। লাগাতার মদনের নিশানায় রাজ্যপাল। ভিন্নসুর ব্রাত্যর (Bratya Basu)।

রাজভবনের শর্তেই রাজ্যে উপাচার্য নিয়োগ। ৬ উপাচার্যের ইস্তফার পর ৩ মাসের মেয়াদবৃদ্ধি। সার্চ কমিটিতে ফিরছে ইউজিসির প্রতিনিধি, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর।

প্রোডাকশন ওয়ারেন্ট জারির পরেও কেন কার্যকর নয়? গরুপাচার মামলায় (Cow Smuggling Case) কেষ্টর (Anubrata Mondal) গরহাজিরায় প্রশ্ন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের। ১ সপ্তাহে ইডির জবাব তলব।

কুন্তল-গোপালের মুখে ওঠা বিভাস অধিকারীকে নিয়ে শিয়ালদার ফ্ল্যাটে ইডির তল্লাশি, কয়েক ঘণ্টা জিজ্ঞসাবাদ।

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) চাঞ্চল্যকর তথ্য। ২০২১ পর্যন্ত গোপাল দলপতির (Gopal Dolopati) ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠিয়েছেন কুন্তল ঘোষ। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে দাবি সিবিআইয়ের।

শীঘ্রই সামনেই আসবে কুন্তল-বর্ণিত রহস্যময়ী নারী? 'হৈমন্ত্রী খুব শীঘ্রই সামনে আসবে, সব প্রশ্নের জবাব দেবে', বললেন গোপাল দলপতি।

বকেয়া ডিএ নিয়ে আন্দোলন, কটাক্ষের সুরে আক্রমণে ফিরহাদ (Firhad Hakim)। 'যাঁদের কাছে কিছু নেই, তাঁদের দেওয়াটা আমাদের কাছে কর্তব্য হওয়া উচিত। না পোষালে ছেড়ে দিন না', তোপ ফিরহাদের।

আন্দোলনকারীদের কটাক্ষ ফিরহাদের। ডিএ অধিকার, কারও দয়া নয়, আক্রমণে বিকাশ। সরকারি কর্মীদের ন্যায্য দাবি। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা বিজেপির।

ডিএ-র (DA) দাবিতে ১০ মার্চ রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘট। স্থগিত ৯, ১০, ১১ মার্চ ডিএলএডের পার্ট-১ পরীক্ষা। হবে উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পর, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের ২ লক্ষ ২৯ হাজার কোটি নয়ছয়ের অভিযোগ । কোর্ট বললে প্রাথমিক অনুসন্ধান, জানাল সিবিআই (CBI)। আগামী সপ্তাহে শুনানি।

ফের নৌশাদ সিদ্দিকির জেল হেফাজত। আজ হাইকোর্টে জামিনের আর্জির শুনানি।নিউ মার্কেট-হেয়ার স্ট্রিট থানার মামলায় জামিনের আবেদন করলেন না নৌশাদ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola