Adeno Virus Guidelines: আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর

আতঙ্ক বাড়াচ্ছে অ্যাডিনো, অ্যাডভাইসরি জারি করল স্বাস্থ্য দফতর । সব সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজে ২৪ ঘণ্টা 'এআরআই' ক্লিনিক। 'শ্বাসকষ্টজনিত রোগের চিকিৎসার জন্য ২৪ ঘণ্টা সরকারি হাসপাতালে ক্লিনিক''আউটডোরের বাইরেও মেডিক্যাল কলেজে আলাদাভাবে খোলা হবে ক্লিনিক'। এমার্জেন্সিতে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ থাকবে, জানাল রাজ্য সরকার। কোভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে, জানাল সরকার। ভিড় থেকে দূরে রাখুন শিশুকে, মাস্ক ব্যবহার করার পরামর্শ সরকারের । 'হাসপাতালের সুপারের অনুমতি ছাড়া জেলা থেকে রেফার নয়'৫টি হাসপাতালকে শিশু-চিকিৎসার হাব হিসেবে ঘোষণা । বিসি রায় হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল, উত্তরবঙ্গ মেডিক্যাল, বাঁকুড়া, মালদা মেডিক্যাল কলেজে এবার শিশু চিকিৎসার হাব। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদেরও সতর্ক থাকার পরামর্শ

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola