Calcutta Pavlov Hospital: সরকারি মানসিক হাসপাতাল পাভলভের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর
Continues below advertisement
রাজ্যের প্রথম সারির সরকারি মানসিক হাসপাতাল পাভলভের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, পাভলভে মহিলা আবাসিকদের ২টি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে তাঁরা রয়েছেন। পাভলভের আবাসিকদের গায়ে ক্ষতচিহ্ন, ঘা রয়েছে বলে স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ। রিপোর্টে বলা হয়েছে, আবাসিকরা কী অবস্থায় রয়েছেন তা দেখার প্রয়োজন বোধ করেননা কোনও চিকিত্সক, নার্স ও সুপার। আবাসিকদের খাবারের গুণমান ও পরিমাণ নিয়েও অভিযোগ রয়েছে। আবাসিকদের সঙ্গে অমানবিক আচরণের কোনও ব্যাখ্যা দিতে পারেননি সুপার, উল্লেখ স্বাস্থ্য দফতরের রিপোর্টে। পাভলভের সুপারের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ West Bengal Health Department এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Calcutta Pavlov Hospital