Weather Update: চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের | ABP Ananda LIVE
Continues below advertisement
Weather Update: বাতাসে আগুনের হলকা। চৈত্র-শেষেই এবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি হল। কাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা এবং উত্তরবঙ্গের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি থাকতে পারে। কলকাতা ছাড়াও, আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় লু বইবার সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে। শৈল শহর দার্জিলিং ও কালিম্পঙেও তাপমাত্রা বাড়বে। সব মিলিয়ে এবার হাঁসফাঁস গরমে কাটবে চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ।
Continues below advertisement