High Court: বিজেপির খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda Live: আগামী ২ রা ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত হবে সভা। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য সরকারকে বিচারপতি প্রশ্ন করেন শাসক দল কি কর্মসূচির ১৫ দিন আগে পুলিশকে জানায়? সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে? মঞ্চের আয়তন জানতে চাইছেন কেন ? শেষবার যখন শাসক দল সভা করেছিল তখন মঞ্চের আয়তন জানতে চেয়েছিলেন ?