Recruitment Scam: প্রাথমিক নিয়োগে দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপাতে নির্দেশ হাইকোর্টের

Continues below advertisement

ABP Ananda LIVE: প্রাথমিক নিয়োগে ওএমআর ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে অলআউট ঝাঁপাতে নির্দেশ হাইকোর্টের। ডিজিটাল ডেটা উদ্ধারে যে কোনও বিশেষজ্ঞ-সংস্থার সাহায্য নিতে নির্দেশ।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় OMR-এর ডেটা উদ্ধার করতে এবার সরকারি-বেসরকারি যে কোনও সংস্থা, দেশ-বিদেশের যেকোনও বিশেষজ্ঞর সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সাত সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। OMR ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে এবার CBI-কে 'অল আউট' ঝাঁপানোর নির্দেশ দিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ, ডিজিটাল ডেটা উদ্ধার করতে দেশ-বিদেশের যেকোনও বিশেষজ্ঞ, যে কোনও সংস্থার সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় এজেন্সি। কয়েক মাস আগে, OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন এবং ডিরেক্টর কৌশিক মাজির বিরুদ্ধে নিম্ন আদালতে চার্জশিট দিয়ে সিবিআই দাবি করে, ২০১৪ সালের টেটে ১৫২ জন প্রার্থীর নাম ছিল 'WITHHELD'-এর তালিকায়। অর্থাৎ এমন প্রার্থী, যাদের নথিপত্রে কোনও সমস্য়া আছে। কিন্তু, সিবিআইয়ের চার্জশিটে দাবি করা হয়, এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির প্রোগ্রামার পার্থ সেন ফেল করা প্রার্থীদের নামও সেই তালিকায় ঢুকিয়ে দেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ইমেল করেন তালিকা।  শুধু তালিকা নয়, কারচুপি হয়েছিল OMR শিটেও। চার্জশিটে সিবিআই দাবি করে, OMR স্ক্য়ানে ইনফ্রারেড প্রযুক্তি সম্পন্ন অত্য়াধুনিক যন্ত্র ব্য়বহার করা হয়েছিল। যেখানে OMR গুলি টেক্সট ফাইল হিসেবে স্টোর হত। যাতে তাতে রদবদল করা যায়।             

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram