Suvendu Adhikari: ২১শে জুলাই শুভেন্দু অধিকারীর মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের

ABP Ananda LIVE : উত্তরবঙ্গে ২১শে জুলাই শুভেন্দু অধিকারীর মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতার মিছিলে অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। 'তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি মোড় ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিল করা যাবে'। প্রতিটি গ্রুপে ১০০ জনের বেশি নয়, সভায় ১০,০০০ মানুষ উপস্থিত থাকতে পারবেন, নির্দেশ আদালতের। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠান করা যাবে, নির্দেশ আদালতের। 

 

নিউটাউনে আবাসন প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী । পিছিয়ে পড়াদের জন্য আবাসন প্রকল্পের উদ্বোধন। নিজন্ন ও সুজন্ন আবাসনের উদ্বোধন। '১ হাজার ১০টি ফ্ল্যাট তৈরি হয়েছে'। 'বাজারের থেকে কম দামে লটারির মাধ্যমে ফ্ল্যাট'। 

 

ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি নিয়ে কী ভাবছে রাজ্য? জানাতে হবে ২ সপ্তাহে,  নির্দেশ হাইকোর্টের। গভর্নিং বডি হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, থাকুন শিক্ষাবিদরা, পর্যবেক্ষণ আদালতের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola