Student Election: হাইকোর্টের ছাত্রভোট-নির্দেশ, কী জানালেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়?
ABP Ananda LIVE : ছাত্র সংসদের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি নিয়ে কী ভাবছে রাজ্য? জানাতে হবে ২ সপ্তাহে, নির্দেশ হাইকোর্টের। গভর্নিং বডি হোক রাজনৈতিক প্রভাবমুক্ত, থাকুন শিক্ষাবিদরা, পর্যবেক্ষণ আদালতের।
পাসপোর্ট জালিয়াতি মামলায় পাক নাগরিক আজাদ মল্লিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে। আজাদ মল্লিকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হাতে, দাবি ED-র। কেন্দ্রীয় এজেন্সির নজরে বাংলাদেশের ২৮টি মোবাইল নম্বর। ED সূত্রে খবর, এই নম্বরগুলিতে আজাদের একাধিকবার ফোনালাপের প্রমাণ মিলেছে। কেন্দ্রীয় এজেন্সির আশঙ্কা, ভারতে অনুপ্রবেশ করানোর জন্য বাংলাদেশে র্যাকেট চালাত আজাদ মল্লিক। ভারতীয় বিদেশ মন্ত্রককে এই ২৮টি মোবাইল নম্বরের তালিকা পাঠানো হয়েছে। এই নম্বরগুলি কাদের? শুধুই অনুপ্রবেশ? নাকি জঙ্গি ঢোকানোর উদ্দেশ্যও ছিল? জানতে চায় ED। ED-র দাবি, ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত আজাদ মল্লিকের SBI অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় ৬৫ লক্ষ টাকা। এই আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখছে ED।