High Court: পার্থর আংটিকাণ্ডে জমা পড়া রিপোর্টে অসন্তুষ্ট আদালত

Continues below advertisement

আদালতে পার্থর আংটিকাণ্ডে জমা পড়া রিপোর্টে অসন্তুষ্ট আদালত (High Court)। আইজি প্রিজনের রিপোর্টে অসন্তুষ্ট আদালত। জানতে চাওয়া হয়েছিল, সুপারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সুপারকে শুধু সতর্ক করেছেন আইজি প্রিজন, খবর আদালত সূত্রে। আইজি-কে ফের আইপিএস ট্রেনিং কলেজে পাঠানো দরকার, সওয়াল ইডি-র আইনজীবীর। শো-কজ করা উচিত ওঁকে, সওয়াল ইডি-র আইনজীবীর। জামিনের আবেদন জানিয়েছেন পার্থ। দিল্লি থেকে আসছেন পার্থর আইনজীবী, সময় দেওয়া হোক, আর্জি পার্থর আইনজীবীর।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram