High court: ববিতা সরকারের চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Continues below advertisement

পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি এবার গেল অনামিকা রায়ের হাতে। ববিতা সরকারের (Babita Sarkar) চাকরি বাতিল, নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছেন ববিতা. তাই বেশি নম্বর দিয়েছে কমিশন'। মধ্যশিক্ষা পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ, সুপারিশ পত্র প্রত্যাহার করবে কমিশন।
কাউন্সেলিংয়ের পর অনামিকা রায়কে সুপারিশপত্র দিতে এসএসসি-কে নির্দেশ। ৩ সপ্তাহের মধ্যে চাকরি দিতে নির্দেশ আদালতের। অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৬ লক্ষ টাকা রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ।
১১ লাখ টাকা ১৯ মে-র মধ্যে জমা দেবেন ববিতা সরকার, নির্দেশ বিচারপতির। বাকি টাকা ৬ জুনের মধ্যে জমা করতে হবে বলে নির্দেশ। এই ১৬ লক্ষ টাকাও অনামিকা রায় পাবেন, জানাল আদালত।
১২ দিনের মধ্যে প্রথম কিস্তির ১১ লক্ষ টাকা পাবেন অনামিকা রায়। আপনিই ভুল করেছেন, আপনাকে শাস্তি পেতে হবে, ববিতার উদ্দেশে মন্তব্য বিচারপতির। কড়া পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু নিচ্ছি না, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram