High Court: গরমের ছুটি বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা খারিজ
শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা খারিজ। মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (High Court)। বহাল থাকল রাজ্যের সিদ্ধান্ত। 'রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্ধ'। 'করোনার জন্য বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ ছিল'। 'আবার বিজ্ঞপ্তি জারি করে ছুটির দিন বাড়ানো হয়েছে'। 'এর ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে'। 'আদালত অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ জারি করুক'। আদালতে আবেদন জানান আবেদনকারীর আইনজীবী। 'হিট ওয়েভের জন্য রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলি বন্ধ রাখতে বাধ্য হয়েছে'। মামলাকারী কে? জানতে চান বিচারপতি। আইনজীবী জানান মামলাকারী একজন শিক্ষিকা। 'শিক্ষিকাকে বলুন ৫০ লক্ষ টাকা জমা করতে'। 'তারপর উনি দায়িত্ব নিয়ে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান গুলি চালান'। গ্রামের সব শিক্ষা প্রতিষ্ঠানে সব ক্লাসে পাখার ব্যবস্থা আছে তো? মন্তব্য বিচারপতির।