ABP News

Krishnagar News: হাইকোর্টের নির্দেশে মন্দিরে প্রবেশের অনুমতি, কৃষ্ণনগরে উচ্ছ্বাস | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজনে SC-দের অনুমতি, নজরদারিতে জেলা জজ । গাজন উৎসবের নজরদারির দায়িত্ব জেলা জজকে দিল হাইকোর্ট । 'উৎসব শেষ না হওয়া পর্যন্ত ৩দিন অন্তর রিপোর্ট দিতে হবে কালীগঞ্জ থানার ওসিকে' । 'কোনও অপ্রীতিকর অবস্থা তৈরি হলে সরাসরি SP-কে নির্দেশ দেবেন বিচারকই' । 'প্রয়োজনে পর্যাপ্ত বাহিনী মোতায়েনের নির্দেশ দেবেন জেলা জজই' । এমনিতে জেলা জজদে র কথা শোনেন না পুলিশ সুপাররা: হাইকোর্ট । 'আদালতের নির্দেশ, পুলিশ-প্রশাসনের তৎপরতায় কেটেছে সমস্যা' । নদিয়ার বৈরামপুরে SC-দের শিবমন্দিরে ঢোকা নিয়ে দাবি রাজ্যের । হাইকোর্টের নির্দেশে মন্দিরে প্রবেশের অনুমতি, কৃষ্ণনগরে উচ্ছ্বাস । আবির খেলে, ঢাক বাজিয়ে জেলা শাসকের দফতরের সামনে উৎসব । জেলা শাসকের কাছে সামাজিক ন্যায় মঞ্চের তরফে স্মারকলিপি

স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর

সাত সকালে তাড়াহুড়োর মধ্যেই বিধাননগর স্টেশনে নেমেছিলেন লেকটাউনের দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। একটু সময় বাঁচাতে এই রেল লাইন ধরেই এগোচ্ছিলেন গন্তব্যের দিকে কিন্তু পৌঁছনো আর হল না। বিধাননগর স্টেশন থেকে লেকটাউনের দক্ষিণদাঁড়ির দিকে যাওয়ার পথে ছোট একটি খালের ওপর রয়েছে রেল ব্রিজ।  সেই রেলব্রিজ ধরে রেললাইন পেরোতে গিয়ে জীবনই চলে গেল। স্বামীর চোখের সামনে মর্মান্তিক মৃত্য়ু হল স্ত্রীর। সকাল সাতটা নাগাদ বিধাননগর স্টেশনে নেমে রেললাইন ধরে হেঁটে যাচ্ছিলেন লেকটাউন দক্ষিণদাঁড়ির বাসিন্দা সুষমা প্রসাদ। এভাবে এগোতে এগোতে পৌঁছে যান রেল চলাচলের ব্রিজের উপর।  সঙ্গে ছিলেন তাঁর স্বামী বিকাশ প্রসাদ। হঠাৎ দেখেন আপ ও ডাউন, দুদিক থেকেই ট্রেন আসছে আর তিনি মাঝখানে। আতঙ্কে, প্রাণে বাঁচার তাগিদে রেলব্রিজের ফাঁক দিয়ে নিচে রাস্তায় ঝাঁপ দেন চল্লিশ বছরের ওই মহিলা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram