SSC Recruitment Scam: এসএসসি-তে অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: এসএসসি-তে অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নির্দেশ হাইকোর্টের  । এসএসসি-র মাধ্যমে নিযুক্তদের কাছ থেকে নথি সংগ্রহের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর । জেলা স্কুল পরিদর্শকদের নিয়োগ সংক্রান্ত নথি সংগ্রহের নির্দেশ হাইকোর্টের । নিয়োগ সংক্রান্ত নথি চেয়ে প্রধান শিক্ষকদের চিঠি স্কুল পরিদর্শকদের । কর্মরতদের কাছ থেকে এসএসসি-র সুপারিশপত্র, নিয়োগপত্র সংক্রান্ত নথি সংগ্রহের নির্দেশ । সংগৃহীত নথির ডিজিটাল কপি তৈরির নির্দেশ হাইকোর্টের

নির্বাচনী প্রচারে গিয়ে ফের নির্বাচন কমিশনকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন শুধু শীতাতপ নিয়ন্ত্রিত ঘের বসে রয়েছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুযোগ পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। মানুষের কষ্ট, নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘন নিয়ে তাদের মাথাব্যথা নেই বলে আক্রমণ শানালেন মমতা। এতদিন ধরে নির্বাচন করানো নিয়েও কমিশনকে বেঁধেন মমতা। (Mamata Banerjee)

বুধবার হুগলির চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যান মমতা। সেখানে প্রচার সভা থেকেই কমিশনকে আক্রমণ করেন তিনি। বলেন, "আয়ুষ্মান ভারতের আওতায় ৭০ বছরের পর সকলকে চিকিৎসা দেবেন বলছেন মোদিবাবু। আপনার নিজের বয়স কত হয়েছে, একবারও গুনে দেখেছেন? নির্বাচনের আগেই বা কেন বলেননি? আমরা তো সব নির্বাচনের আগে করেছি। নির্বাচনের সময় এসব বলেল নির্বাচনী আদর্শ আচরণবিধির লঙ্ঘনহয়। মোদিবাবু আপনি নির্বাচনী আদর্শ আচরণ বিধি ভাঙছেন।" (Election Commission)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola