High Court: শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা পোর্টালে আপলোডের নির্দেশ আদালতের। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: এবার হাইকোর্টের (Calcutta Highcourt) নজরে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাগত যোগ্যতা। রাজ্যের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের তথ্য আপলোডের নির্দেশ। 'শিক্ষকদের কী যোগ্যতা, তা অভিভাবকদের জানা উচিত'। শিক্ষক-শিক্ষিকা সংক্রান্ত তথ্য পোর্টালে আপলোডের নির্দেশ। সব তথ্য একসঙ্গে আনতে আরও ২ মাস সময় চাইল রাজ্য। 'এত আস্তে কাজ করলে হবে না, আরও দ্রুততার সঙ্গে করতে হবে'। 'নিয়োগপত্র ছাড়াই অনেকে ৪-৫ বছর চাকরিতে, আর দেরি নয়'। কারা স্কুলে চাকরি করছে, তা সবার জানা উচিত: বিচারপতি বিশ্বজিৎ বসু। 'দেশে ফি বছর ২-৩টি করে ভোট, আর ভুগতে হচ্ছে গরিব ছাত্র-ছাত্রীদের'। 'কেন্দ্রীয় বাহিনী রাখার জন্য আলাদা বাড়ি বানাক সরকার'>'ভোটের জন্য কেন তৈরি হচ্ছে না আলাদা ভবন?''রাজনৈতিক নেতা, কেন্দ্রীয় বাহিনীর জন্য নয়, পড়ুয়াদের জন্য স্কুল'। ৩-৪ মাস ধরে স্কুলের ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে না: হাইকোর্ট।

 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram