National Anthem: জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যের। ABP Ananda Live

Continues below advertisement

Highcourt: জাতীয় সঙ্গীত (National Anthem)অবমাননার মামলায় হাইকোর্টে (High court) ফের ধাক্কা রাজ্যের। জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় তদন্ত প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে স্থগিতাদেশ,নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। ২৯ নভেম্বরের বিধানসভার ভিডিও ফুটেজ দেখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। 'যে ক্যামেরার ফুটেজ দেখছি সেখানে শুধু শাসক দলের ফুটেজ দেখতে পাচ্ছি'। আর কারও জমায়েত দেখতে পাচ্ছি না, তাহলে বিজেপি বিধায়করা জাতীয় সঙ্গীত শুনতে পাবেন কী করে? প্রশ্ন বিচারপতির। ওটা অন্য ক্যামেরায় আছে, সওয়াল রাজ্যের।সযদি একটি ক্যামেরায় দুটি জমায়েত দেখাই না যায় তাহলে শোনার প্রশ্ন কী করে ওঠে ? প্রশ্ন বিচারপতির। অভিযোগের সপক্ষে প্রাথমিক তথ্য প্রমাণ দেখা যাচ্ছে না, মন্তব্য বিচারপতির। এইসব ফুটেজই তো কেস ডায়রিতে থাকবে, বিস্ময়প্রকাশ বিচারপতির। জাতীয় সঙ্গীতকে অস্ত্রের মত ব্যবহার করা হয়েছে, মন্তব্য বিচারপতির। 'আজ ও কাল কোনও মামলা শুনব না'। খুন-ধর্ষণের থেকে এই মামলা বেশি গুরুত্বপূর্ণ ! রাজ্যকে উদ্দেশ্য করে ক্ষোভপ্রকাশ বিচারপতির। হঠাৎ করে জাতীয় সঙ্গীত শুরু হলে কি বিছানায় শুয়ে থাকা বয়স্ক লোক লাফ দিয়ে দাঁড়িয়ে পড়বে? প্রশ্ন বিচারপতির। দেশকে সম্মান জানানোর জন্য জাতীয় সঙ্গীত? নাকি অপর পক্ষকে ফাঁসানোর জন্য? প্রশ্ন উঠবে, মন্তব্য বিচারপতির। 'দু'পক্ষই স্লোগান দিচ্ছিল, সেসময় তারা কী করবে?'। 'কোথায় জাতীয় সঙ্গীত হচ্ছিল খেয়াল রাখবে?'জাতীয় সঙ্গীত অসৎ উদ্দেশে গাওয়া হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠবে, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর। ১০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram