Abhishek Banerjee : 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা ত্রুটিপূর্ণ' ত্রুটি সংশোধনের নির্দেশ আদালতের
'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) মামলা ত্রুটিপূর্ণ' ত্রুটি সংশোধনের নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 'মামলার আবেদনপত্রে সই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...অভিষেকের জায়গায় স্বাক্ষর রয়েছে তাঁর বাবার। বাবাকে এই সংক্রান্ত অনুমতিপত্র দেননি অভিষেক, নেই আইনজীবীর শংসাপত্রও' জানাল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। ৯ অক্টোবর আবার অভিষেককে তলব করা হয়েছে, আদালতে জানাল ইডি ( ED ) । তাহলে কি এই মামলার আর প্রয়োজনীয়তা আছে? প্রশ্ন বিচারপতির। বিচারপতি অমৃতা সিন্হার ( Justice Amrita Sinha ) একাধিক নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক।