Calcutta High Court: স্কুল পরিচালনায় অব্যবস্থার কারণে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
Eastern Coal Fields: স্কুল পরিচালনায় অব্যবস্থার কারণে ইস্টার্ন কোলফিল্ডকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের। 'দেশে স্বাধীনতার অমৃত মহোৎসব পালিত হচ্ছে আর শিক্ষকদের এই অবস্থা?'। 'স্কুল চালাতে না পারলে আদানিকে বেচে দিন', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। 'ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও বাংলায় ৭টি স্কুল আছে'। 'শিক্ষকরা বেতন পান যথাক্রমে ৭ হাজার, সাড়ে ৫ হাজার ও ৫ হাজার টাকা'। '৭-৮ বছর পর্যন্ত বাকি রয়েছে শিক্ষকদের বেতন'। 'ইচ্ছে মতো বেতন দিচ্ছে ইসিএল, স্কুল বন্ধ করার চক্রান্ত চলছে'। অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক। ১ সপ্তাহের মধ্যে ৪ লক্ষ ৮০ হাজার টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমার নির্দেশ। ইসিএল-কে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই টাকা দিয়ে আগামী ৩ মাস সব শিক্ষককে মাসে ৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ। 'টাকা মিটিয়ে চাইলে স্কুল বন্ধ করে দিন'। 'শিক্ষকদের চোখের জল ফেলবেন না'। 'মামলা করতে লাখ লাখ টাকা ব্যয় করছেন আর বেতন দিতে পারছেন না?'। প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলার পরবর্তী শুনানি ২১ অগাস্ট | ABP Ananda LIVE