SSC Scam: SSC ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস। ABP Ananda Live
এসএসসি-র (SSC) ওএমআর (OMR) দুর্নীতি মামলায় নতুন আরটিআই (RTI) ঘিরে সরগরম এজলাস। আরটিআইয়ের মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ নবম-দশমের এক চাকরিপ্রার্থীর। 'আরটিআইয়ের বয়ানে এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসের তথ্য থেকেই ওএমআর দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর-এর এর কপি আছে। এটা তো কোথাও কোনও আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি নাইসা-র কাছে রয়েছে', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আরটিআই-এর বয়ানে ভুল রয়েছে, পাল্টা দাবি এসএসসি-র। 'সিবিআইয়ের থেকে যে ওএমআর-এর স্ক্যান কপি পেয়েছিলাম, সেখান থেকেই ওএমআর দেওয়া হয়েছে, আর নম্বর আমাদের ডেটাবেসে ছিল, আদালতে দাবি এসএসসি-র। 'আর কত ভুল করবেন? ২০২৪-এ এসেও ভুল করবেন?', এসএসসি-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 'গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সামগ্রী হায়দরাবাদে সিএফএসএলে পাঠানো হয়েছে, তারা জানিয়েছে, এই মুহূর্তে তারা সেগুলি পরীক্ষা করতে পারছেন না। সেগুলি আমরা কলকাতার সিএফএসএল-এ পাঠাব। আমাদের কাছে সেগুলির কার্যকরী কপি রয়েছে', আদালতে জানাল সিবিআই। ৫ ফেব্রুয়ারি সেগুলি আদালতে পেশ করুন, সিবিআইকে নির্দেশ বিচারপতির। 'আপনারা এসএসসি-র ডেটাবেস পরীক্ষা করেছিলেন?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। বড় ধরনের দুর্নীতি হয়েছে, সওয়াল চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। পাল্টা কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে বিঁধলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।