SSC Scam: SSC ওএমআর দুর্নীতি মামলায় নতুন আরটিআই ঘিরে সরগরম এজলাস। ABP Ananda Live

Continues below advertisement

এসএসসি-র (SSC) ওএমআর (OMR) দুর্নীতি মামলায় নতুন আরটিআই (RTI) ঘিরে সরগরম এজলাস। আরটিআইয়ের মাধ্যমে সদ্য হাতে পাওয়া ওএমআর আদালতে পেশ নবম-দশমের এক চাকরিপ্রার্থীর। 'আরটিআইয়ের বয়ানে এসএসসি জানিয়েছে, তাদের ডেটাবেসের তথ্য থেকেই ওএমআর দেওয়া হয়েছে। তার মানে তাদের কাছে ওএমআর-এর এর কপি আছে। এটা তো কোথাও কোনও আদালতে এসএসসি বলেনি। এসএসসি জানিয়েছিল যে সমস্ত নথি নাইসা-র কাছে রয়েছে', মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের। আরটিআই-এর বয়ানে ভুল রয়েছে, পাল্টা দাবি এসএসসি-র। 'সিবিআইয়ের থেকে যে ওএমআর-এর স্ক্যান কপি পেয়েছিলাম, সেখান থেকেই ওএমআর দেওয়া হয়েছে,  আর নম্বর আমাদের ডেটাবেসে ছিল, আদালতে দাবি এসএসসি-র। 'আর কত ভুল করবেন? ২০২৪-এ এসেও ভুল করবেন?', এসএসসি-কে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। 'গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া সামগ্রী হায়দরাবাদে সিএফএসএলে পাঠানো হয়েছে, তারা জানিয়েছে, এই মুহূর্তে তারা সেগুলি পরীক্ষা করতে পারছেন না। সেগুলি আমরা কলকাতার সিএফএসএল-এ পাঠাব। আমাদের কাছে সেগুলির কার্যকরী কপি রয়েছে', আদালতে জানাল সিবিআই। ৫ ফেব্রুয়ারি সেগুলি আদালতে পেশ করুন, সিবিআইকে নির্দেশ বিচারপতির। 'আপনারা এসএসসি-র ডেটাবেস পরীক্ষা করেছিলেন?' সিবিআইকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের।  বড় ধরনের দুর্নীতি হয়েছে, সওয়াল চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর। পাল্টা কলকাতা হাইকোর্টের দুই বিচারপতিকে বিঁধলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram