High Court: '৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে', ২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় মন্তব্য বিচারপতির
Continues below advertisement
'বেআইনিভাবে চাকরি পেয়েছেন জানলে নিয়োগ বাতিল করবে আদালত', শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় হুঁশিয়ারি হাইকোর্টের। পর্ষদকে ১৩৯জনের নম্বর মিলিয়ে দেখার নির্দেশ বিচারপতি। 'অভিযোগ প্রমাণিত হলে ৩০ হাজার চাকরি প্রশ্নের মুখে পড়বে', ২০১৬-র প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় মন্তব্য বিচারপতির। 'মৌখিক পরীক্ষা, অ্যাপটিচিউড টেস্ট ছাড়়াই মামলাকারীদের বেশি নম্বর', টেটে নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা চাকরিপ্রার্থীদের। আদৌ নম্বর মিলছে কিনা পর্ষদকে খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের। দুই ২৪ পরগনা, উঃ দিনাজপুরে অযোগ্যদের চাকরি পাওয়ার অভিযোগে মামলা, ১০ জানুয়ারি ফের হাইকোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি।
Continues below advertisement
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News TET TET Exam TET Job