Highcourt Order :  'মোদি সরকারকে প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে,' ১০০ দিনের প্রকল্প-মামলায় জানাল হাইকোর্ট

Continues below advertisement

ABP Ananda LIVE : এসএসসি-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের লিখিত পরীক্ষার ভবিষ্যৎ নির্ভর মামলার ভবিষ্যতের ওপর, নির্দেশে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। ১২ নভেম্বর পরবর্তী শুনানি।আগের শিক্ষাগত অভিজ্ঞতার জন্য নম্বর ইন্টারভিউয়ের আগে না মেধাতালিকা।প্রকাশের আগে দেওয়া হবে? জানতে চেয়ে দায়ের হয় মামলা।২০১৬ সালে যাঁদের চাকরি বাতিল, তাঁরা কেন অভিজ্ঞতার জন্য ১০ নম্বর পাবেন ?,প্রশ্ন তুলে দায়ের হয় মামলা, সেই মামলায় নির্দেশ আদালতের।

আরও খবর...

পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি

পানশালার আড়ালে নারী পাচার মামলার তদন্তে ইডির তল্লাশি। কলকাতার ৭টি জায়গায় হানা ইডির। ৩ ব্যবসায়ীর বাড়ি ও একাধিক ঠিকানায় তল্লাশি। জগজিৎ সিংহ, আজমল সিদ্দিকি ও বিষ্ণু মুন্দ্রার একাধিক ঠিকানায় তল্লাশি। রেস্তোরাঁ চেনের মালিক জগজিৎ সিংহ। সল্টলেকের BH ব্লকের বাড়িতে তল্লাশি ইডির। কলকাতা জুড়ে একাধিক জায়গায় ব্যবসায়ীর একাধিক পানশালা রয়েছে। পানশালার আড়ালে নারী পাচার ও টাকা নয়ছয়ের অভিযোগ। ২০১৫ সালে করা এফআইআরের ভিত্তিতে তল্লাশি। ব্যবসায়ী ঘনিষ্ঠ পেশায় সিভিল ইঞ্জিনিয়ার গৌতম সরকারের বাড়িতেও তল্লাশি ইডির। নাগেরবাজারের সাঁচি গার্ডেনে গৌতম সরকারের বাড়িতে হানা ইডির

 

১০০ দিনের প্রকল্প- মামলা 
 মোদি সরকারকে প্রকল্প অবিলম্বে শুরু করতে হবে,

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola