Higher Secondary Result 2023: ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ

Continues below advertisement

আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। দুপুর ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট।

অনলাইন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Results 2022) দেখার সময় এখনও কিছু জানানো হয়নি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। (WBCHSE Board 12th Result 2022)।প্রতিবছরই সংসদের ওয়েবসাইটের পাশাপাশি SMS পরিষেবা, অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে ফল জানা যায়। উচ্চমাধ্যমিকের ফল জানতে চোখ রাখুন wbbse.wb.gov.in এবং  wbresults.nic.in ওয়েবসাইটে। প্রতি বছর উচ্চ মাধ্যমিকের ফল জানা যায় পশ্চিমবঙ্গ বোর্ডের সরকারি ওয়েবসাইট wb12.abplive.com -এ

কীভাবে দেখবেন?

wb12.abplive.com -এ ভিজিট করুন
এর পর পশ্চিমবঙ্গ বোর্ডের দশম শ্রেণির ফলে ক্লিক করতে হবে
এর পর রোল নম্বর বা অ্যাডমিট কার্ডের নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে
সব তথ্য খতিয়ে দেখে নিতে হবে
এর পর সেই তথ্য সাবমিট করতে হবে
এর পরেই স্ক্রিনে ফুটে উঠবে পরীক্ষার ফল
বিশদে ফল খুঁটিয়ে দেখতে হবে
পিডিএফ বা প্রিন্ট আউট বের করে নেওয়া ভাল
এ বছর ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram