WB Dengue: গত ১২ বছরে সর্বোচ্চ, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১ লক্ষ পার। ABP Ananda Live
রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১ লক্ষ পার! গত ১২ বছরে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। গত ২৯ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৯৪ হাজার। সোমবার পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১ লক্ষ পার, স্বাস্থ্যভবন সূত্রে খবর। চলতি সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৩ হাজার। ডেঙ্গি সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা, আক্রান্ত ২০ হাজার ৮১। ডেঙ্গি সংক্রমণের নিরিখে দ্বিতীয় কলকাতা, আক্রান্ত ১৩ হাজার ৯৪১। ডেঙ্গি সংক্রমণের নিরিখে তৃতীয় মুর্শিদাবাদ, আক্রান্ত ১১ হাজার ৭২১
Tags :
Bangla News ABP Ananda LIVE ABP Ananda Digital Dengue Situation ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News District Youtube Dengue Update ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News /West Bengal ABP Ananda Youtube Channel