Hill Strike: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাহাড়ে বন্‍ধ স্থগিত, এই খবরে খুশির হাওয়া ম্যালে | ABP Ananda LIVE

মুখ্যমন্ত্রীর (Chiefminister) হুঁশিয়ারির পর পাহাড়ে বন্‍ধ (Strike) স্থগিত। বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের বিরুদ্ধে হামরো পার্টি ও গোর্খা জনমুক্তি মোর্চার (Gorkha Jnamukti Morcha) ডাকে আগামীকাল ১২ ঘণ্টার পাহাড় বন্‍ধ হচ্ছে না। এই খবরে খুশির হাওয়া ম্যালে। কাল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। সাধারণ মানুষের কথা ভেবেই বন্‍ধ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিনয় তামাং (Binay Tamang)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola