Hindol Majumdar: যাদবপুরের প্রাক্তনী গবেষক হিন্দোল মজুমদারের জামিন, আদালতে আবারও ধাক্কা খেল রাজ্য

ABP Ananda LIVE : ধোপে টিকল না পুলিশের আপত্তি, জামিন পেলেন হিন্দোল মজুমদার। জামিন পেলেন যাদবপুরের বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তনী এবং স্পেন-ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গণ্ডগোলের ঘটনায় স্পেনে গবেষণারত, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে ধরতে 'লুক আউট নোটিস' জারি করেছিল পুলিশ! শুক্রবার এই বাঙালি গবেষককে আদালতে তুলে কুখ্য়াত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তাঁর তুলনা করেন সরকারি আইনজীবী! ৩ দিনের মাথায় তাঁকেই জামিন দিল আদালত। তাঁর জামিনের বিরোধিতা করে, জেল হেফাজতে পাঠানোর আর্জি জানান সরকারি আইনজীবী। পাল্টা ধৃতের আইনজীবী দাবি করেন, তদন্তের কোনও অগ্রগতি হচ্ছে না, তাই তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। ১ মার্চের ঘটনায়, স্পেন থেকে বসে হিন্দোল মজুমদার ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি করে এসেছে পুলিশ। তার ভিত্তিতে আদালতে ধৃতের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের প্রমাণ জমা দেয় সরকারপক্ষ। যা নিয়ে বিচারক প্রশ্ন করেন, যদি বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে 'IT অ্য়াক্টে' মামলা করেননি কেন? বিচারক এই প্রশ্নও করেন, যিনি ঘটনাস্থলেই ছিলেন না তিনি এর সঙ্গে যুক্ত হলেন কীভাবে? প্রথমে একজন কৃতী গবেষককে এভাবে গ্রেফতার! তারপর আমেরিকান সেন্টারে হামলায় যাবজ্জীবন দোষী সাব্য়স্ত জঙ্গি আফতাব আনসারির সঙ্গে তুলনা! অবশেষে আদালত থেকে জামিন! গোটা ঘটনায় তৃণমূল সরকারের বিরুদ্ধে খড়গহস্ত বিরোধীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola