Hiran Chatterjee : পিংলায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে হিরণ চট্টোপাধ্য়ায়। ABP Ananda Live
West Bengal News: ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর (BJP Leader) রহস্যমৃত্যু। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতে দেহ উদ্ধার। নিহত বিজেপি কর্মীর (BJP Leader) নাম শান্তনু ঘোড়ুই। 'ছেলে বিজেপি করত বলে খুন করেছে তৃণমূল'। অভিযোগ নিহত শান্তনু ঘোড়ুইয়ের বাবার। বিজেপি করায় শান্তনুকে আগেও হুমকি দিয়েছে তৃণমূল, অভিযোগ গেরুয়া শিবিরের। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা তৃণমূল। এবিষয়ে কী বললেন হিরণ চট্টোপাধ্য়ায়? ABP Ananda Live