Hiran Chatterjee:'তৃণমূলে যোগ দেওয়ার পর চোর ও দুর্নীতির ভ্যাকসিন দেয়',হিরণের নিশানায় দেব-নুসরত-সায়নী
Continues below advertisement
দুর্নীতি ইস্য়ুতে হিরণের নিশানায় দেব-নুসরত-সায়নী। 'তৃণমূলে যোগ দেওয়ার পর চোর ও দুর্নীতির ভ্যাকসিন দেয়। দীপক অধিকারী থেকে নুসরত জাহান, সায়নী ঘোষ। তৃণমূলে যোগ দেওয়ার পরই অ্যাকশন শুরু হয়ে যায়, চোর হয়ে যায়। তৃণমূলের সঙ্গে যাওয়া মানে অসৎ সঙ্গে সর্বনাশ হবে', আক্রমণে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। এব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি দেব, নুসরত, সায়নীর । 'কবে অভিনেতা হলেন, কবে রাজনীতিক, এটাই তো বড় প্রশ্ন', হিরণের অভিযোগের কোনও গুরুত্ব নেই, পাল্টা দাবি তৃণমূলের
Continues below advertisement