Kharagpur: ‘নিরুদ্দেশ বিধায়ক,খোঁজ দিলে সেলফির সুযোগ!’ খড়্গপুরে হিরণের বিরুদ্ধে পোস্টার
নিরুদ্দেশ হিরণ চট্টোপাধ্যায় (Hiran)। বিজেপি বিধায়কের (BJP MLA) বিরুদ্ধে এরকম সব পোস্টার ছড়িয়ে পড়েছে খড়গপুরের তালবাগিচায়। সমর্থন জানাল তৃণমূল (TMC)। নিরুদ্দেশ নই। বিধানসভায় যেতে হচ্ছে। অভিযোগ উড়িয়ে দাবি হিরণের।
বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে দিলে পুরস্কৃত করা হবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের তালবাগিচায় আনাচে কানাচে দেখা গেল এরকমই সব পোস্টার। কোনও পোস্টারে আবার বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের কার্টুনও আঁকা রয়েছে। বিধানসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারিতে বিজেপিতে যোগ দেন অভিনেতা হিরণ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একসময়ের কেন্দ্র খড়গপুর সদরে হিরণকে টিকিট দেয় বিজেপি। প্রায় চার হাজার ভোটে তৃণমূল প্রার্থীকে হারান তিনি।
Tags :
BJP ABP Ananda Kharagpur ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Hiran Chatterjee Hiran Poster