Hiran Chatterjee: বিজেপি ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ? অভিষেকের দফতরের ছবি ঘিরে তোলপাড় | ABPAnandaLIVE
Aaj Banglay: বিজেপি (BJP)ছেড়ে ফের কি তৃণমূলে হিরণ (Hiran chatterjee)? অভিষেকের(Abhishek Banerjee) দফতরের ছবি ঘিরে তোলপাড়। অজিত মাইতির(Ajit Mity) সঙ্গে ১০ জানুয়ারি অভিষেকের (Abhishek Banerjee) দফতরে হিরণের (Hiran chatterjee) ছবি ভাইরাল । 'ক্যামাক স্ট্রিটে(Camac Street) অভিষেকের দফতরে প্রায় ৪০ মিনিট ছিলেন খড়গপুরের(kharagpur) বিজেপি বিধায়ক'। 'পঃ মেদিনীপুরের তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতির সঙ্গে গিয়েছিলেন হিরণ'। 'অভিষেকের সঙ্গে বৈঠকের পরে বিমানবন্দরে(Air port)) হিরণকে পৌঁছেও দেন অজিত মাইতি। হিরণের সঙ্গে অভিষেকের দফতরে ছিলেন আরেক বিজেপি বিধায়ক, কয়েকজন নেত্রী: সূত্র । হিরণের সঙ্গে ক্যামাক স্ট্রিটে গিয়েছিলেন উত্তরবঙ্গের (Uttar Banga)এক বিজেপি বিধায়ক: সূত্র। তাহলে কি বিজেপি(BJP) বিধায়কের তৃণমূলে যাওয়া সময়ের অপেক্ষা? বাড়ছে জল্পনা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে হিরণ-সহ একাধিক বিজেপি বিধায়ক, নেতা-নেত্রীর তৃণমূলে যোগদানের জল্পনা । ২০২১-র ১৮ ফেব্রুয়ারি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন হিরণ চট্টোপাধ্যায়। নামখানায় অমিত শাহের উপস্থিতিতে হিরণকে বিজেপি পতাকা তুলে দেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বিধানসভা ভোটের পর এবার পঞ্চায়েত ভোট-২ বছরের মধ্যেই ফের দলবদলের জল্পনা।