HMP Virus: হিউম্য়ান মেটানিউমোভাইরাস কি করোনার মতো মারাত্মক ? দুই ভাইরাসের উপসর্গেও রয়েছে একাধিক সাদৃশ্য় | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল চিন থেকে। এবার HMP ভাইরাসের একটা প্রজাতির সংক্রমণও ছড়িয়েছে চিনে। চার বছর আগে, ভারতে করোনার প্রথম সংক্রমণ সামনে এসেছিল জানুয়ারি মাসে। এবার HMP ভাইরাসের সংক্রমণও শুরু হল সেই মাসেই। ফলে অনেকের মনে আশঙ্কা উঁকি দিচ্ছে, হিউম্য়ান মেটানিউমোভাইরাস বা HMPV কি করোনার মতো মারাত্মক? দুই ভাইরাসের উপসর্গেও রয়েছে একাধিক সাদৃশ্য়। করোনা এবং HMP--- দুই ভাইরাসের সংক্রমণই ছড়ায় শ্বাসনালী

নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ!

এদিকে, নিরীহ মৎস্যজীবীদেরও ছাড়ল না বাংলাদেশ! অভিযোগ, বাংলাদেশের জেলে বেধড়ক মারধর করা হয় বন্দি ভারতীয় মৎস্য়জীবীদের। হাত-পা বেঁধে চলে অত্য়াচার! রবিবারই বাংলাদেশ থেকে দেশে ফিরেছেন পঁচানব্বই জন ভারতীয় মৎস্য়জীবী। আজ গঙ্গাসাগরে তাঁদের স্বাগত জানায় রাজ্য় সরকার। মুখ্য়মন্ত্রীর মুখেও উঠে আসে, ভারতীয় মৎস্য়জীবীদের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গ! তিনি বলেন, আমরা বাংলাদেশের অসুস্থ মৎস্য়জীবীদের চিকিৎসা করিয়ে, তবে প্রত্য়র্পণ করি। আর সেদেশে ভারতীয় মৎস্য়জীবীদের দড়ি দিয়ে হাত বেঁধে, লাঠি দিয়ে বেধড়ক মারা হয়েছে! এদিন এক নিহত মৎস্য়জীবীর পরিবারের হাতে দু'লক্ষ টাকার চেক তুলে দেন মুখ্য়মন্ত্রীতে। দুই ভাইরাসেরই উপসর্গ জ্বর। দুই ভাইরাসই হাঁচি-কাশিতে ছড়ায়। ফলে আপাতত এই ভাইরাসকে একেবারে হালকাভাবে নিচ্ছে না কেউই

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram