Holi 2023: যেন একটুকরো শান্তিনিকেতন, বনবিতানে নাচে-গানে জমজমাট রঙের উৎসব
উত্তর ২৪ পরগনার ঘোলার বনবিতানে হল বসন্তোৎসব। একটি সাংস্কৃৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে নামী বস্ত্র বিপণন সংস্থা শ্রীনিকেতন। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি।