Hollong Bungalow Fire: পুড়ে ছাই হলং বন বাংলো, দানা বেঁধেছে রহস্য়। ABP Ananda Live

ABP Ananda Live: জঙ্গল বন্ধ। পর্যটকশূন্য় অবস্থাতেই, আগুনে পুুড়ে ছাই হয়ে গেল, ঐতিহ্য়বাহী হলং বনবাংলো। যদিও, স্বাধীনতার পরপরই তৈরি হওয়া, উত্তরবঙ্গের এই জনপ্রিয় ও প্রাচীন বনবাংলোয় কীভাবে আগুন লাগল, তা নিয়ে রহস্য় দানা বেঁধেছে। তদন্তের নির্দেশ দিয়েছে বন দফতর। সরকারি বক্তব্য হল, এসি থেকে আগুন লেগেছে। কিন্তু বন্ধ হয়ে যাওয়া বাংলোতে কারা এসি চালালো?  কেন ঘটনার পর সাংবাদিকদের আটকানো হল? এসব প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আগুন লাগার খবর পেয়ে প্রায় একঘণ্টা পর ফালাকাটা-হাসিমারা থেকে দমকলের ২টি ইঞ্জিন পৌঁছয়। ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে কাঠের তৈরি হলং বন বাংলো। AC শর্ট সার্কিটের জেরেই আগুন বলে বন দফতরের প্রাথমিক অনুমান। বন্ধ বন বাংলোতে কী তাহলে AC চলছিল? প্রশ্ন তুলেছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না বলে আক্ষেপ আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের। এদিকে, হলং বন বাংলো পুড়ে যাওয়ায় পর্যটনে প্রভাব পড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola