Hooghly News: সমবায় ব্য়াঙ্কের ১ কোটি টাকার হিসেবে গরমিল, ম্য়ানেজার, হিসাবরক্ষকের বিরুদ্ধে তছরূপের অভিযোগ
হুগলির সিঙুরে, সমবায় ব্য়াঙ্কের ১ কোটি টাকার হিসেবে গরমিল। ম্য়ানেজার, হিসাবরক্ষক ও এক কর্মীর বিরুদ্ধে উঠেছে টাকা তছরূপের অভিযোগ। ব্য়াঙ্কে এসেও জমানো টাকা তুলতে পারছেন না গ্রামবাসীরা। ম্য়ানেজার অভিযোগ অস্বীকার করে হিসাবরক্ষকের কাঁধেই দায় ঠেলেছেন। বিষয়টা নিয়ে মুখ্য়মন্ত্রীর দফতরে জানানো হয়েছে বলে ব্য়াঙ্ক সূত্রে খবর।
Tags :
Bangla News Bangla News Live ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News