Hooghly: ফের 'নতুন তৃণমূল'-এর বার্তা দিয়ে পোস্টার, এবার পোলবায়। Bangla News
কলকাতা, মালদার পর হুগলি। এবার চুঁচুড়ার পোলবায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া নতুন তৃণমূলের ফ্লেক্স ঘিরে বিতর্ক। ফ্লেক্সে লেখা, আগামী ৬ মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল। ফ্লেক্সের ভিতরে গেরুয়া রঙে লেখা, ভারতমাতা কি জয়। এই স্লোগান ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, আজ চুঁচুড়ায় শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের সভা রয়েছে। তার আগে এ ধরনের ফ্লেক্স লাগানো বিরোধীদের চক্রান্ত বলে দাবি ঘাসফুল শিবিরের। নতুন তৃণমূল লেখা ফেক্সের পিছনে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা দাবি বিজেপির।
Tags :
West Bengal Bangla News Bangla News Live Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda Hooghly ABP Ananda Bengali News