Hooghly Dacoity News: হুগলির ব্য়ান্ডেলে ভোর রাতে ডাকাতি, হাত-পা বেঁধে গয়না লুঠ করে চম্পট দুষ্কৃতীরা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda live: হুগলির ব্য়ান্ডেলের নলডাঙায় ভোর রাতে ডাকাতি । বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল ৪ দুষ্কৃতী । বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা, ঘরে ঢূকে হাত-পা বেঁধে গয়না লুঠ করে দুষ্কৃতীরা । আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে তারা । বৃদ্ধার দাবি, ৪ দুষ্কৃতীই নেশাগ্রস্ত ছিল, ডাকাতি করতে এসে একজন ঘুমিয়েও পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্য়ান্ডেল ফাঁড়ির পুলিশ

ABP Ananda LIVE: নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়ের প্রচুর বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি । কলকাতার পাটুলিতে মোট ১৮ কাঠার ৩টি জমি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বাগনানে ২ বিঘা জমি এবং দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর ও বোলপুরে বেনামি জমি বাজেয়াপ্ত
খড়দায় প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মণ্ডলের আড়াই কোটি টাকা মূল্য়ের জমিও বাজেয়াপ্ত । এর আগে নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিটে একাধিক সংস্থার নাম উল্লেখ করেছে ইডি । কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, নতুন আরও ৪টি সংস্থার হদিশ মিলেছে, খবর সূত্রের
ইডি-র সন্দেহ, এই সংস্থাগুলির মাধ্য়মে কালো টাকা সাদা করা হত, খবর সূত্রের

 দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) আজও চলবে তাপপ্রবাহ ( Heat Wave )। বেলা হতে না হতেই দমবন্ধ গরমে হাঁসফাঁস করছে শহর থেকে জেলা। এর মধ্যে  স্বস্তির কোনও কথাই শোনাতে পারছে না আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শেষের জন্য সামান্য আশার কথা জানাচ্ছে আবহাওয়া অফিস

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram