Duare Police : দুয়ারে সরকার, দুয়ারে রেশনের পর এবার কি দুয়ারে পুলিশ?
দুয়ারে সরকার ( Duare Sarkar ) , দুয়ারে রেশন ( Duare Ration ) , দিদির দূত ( Didir Doot ) , দুয়ারে পিজি-র পর এবার দুয়ারে পুলিশ ( Duare Police ) । পানীয় জল, রাস্তাঘাট-সহ দৈনন্দিন সমস্যার কথা শুনতে এবার দুয়ারে কড়া নাড়ছে পুলিশ। গতকাল হুগলির পোলবায় ধরা পড়ল এই ছবি। সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে পাড়ায় পাড়ায় ঘুরল পোলবা থানার পুলিশ। ভোটের পর কারও দেখা মেলেনি, তাই পুলিশের এ হেন ভূমিকায় অবাক গ্রামবাসীরা। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতেই এই উদ্যোগ, জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার। প্রশাসনকে দলের কাজে ব্যবহার করা হচ্ছে বলে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি করেছে শাসক শিবির।