Hooghly Flood : নদী উপচে নতুন করে প্লাবিত হুগলির একাধিক গ্রাম, দুশ্চিন্তায় দিনযাপন। ABP Ananda Live
ফুঁসছে মুণ্ডেশ্বরী। নদী উপচে নতুন করে প্লাবিত হুগলির একাধিক গ্রাম (Hooghly Flood Situation)। খানাকুলের দুটি ব্লকের প্রায় ১০টি পঞ্চায়েত এলাকা জলমগ্ন। জল ঢুকেছে একাধিক বাড়িতে, প্লাবিত কাঁচা রাস্তা থেকে রাজ্য সড়ক। যোগাযোগ বিচ্ছিন্ন অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে । খানাকুল থেকে গড়েরঘাটগামী রাজ্য সড়কে জল, বন্ধ বাস চলাচল। ডুবে গেছে টিউবওয়েল, সমস্যা পানীয় জল সংগ্রহে। দুর্যোগে, দুশ্চিন্তায় দিনযাপন এলাকার বাসিন্দাদের।